Answer the Short Questions by following the passage. এটি কম্প্রিহেংশান সেকশান। কম্প্রিহেংশানে স্কিলনেস আনতে নুন্যতম তিন থেকে চার বছর একাডেমীক সময় লাগে। এর সুচনা হিসেবে চতুর্থ শ্রেণীকে বেছে নেয়া হয়েছে যদিও তৃতীয় শ্রেণীতে অত্যন্ত স্বল্প পরিসরে কম্প্রিহেংশান আছে। এখানে প্রাথমিক ভাবে একটি মাত্র উদাহরন দেয়া হলো। পরবর্তীতে বর্ধিত হবে।
এটি WH Question এর আরেকটি ব্যবহার হিসেবে আমরা বাচ্চাদের দেখাতে পারি। WH Question এ যেমন থাকেঃ
Q: It's black
A: What color do you like?
এখানে উত্তরটি বাচ্চাদের নিজেদের মন গড়া হবে। এখানে, তুমি কোন কালার পছন্দ করো কিংবা তোমার শার্টের রং কি -এরকম যে কোন প্রশ্ন করা যায়, যার উত্তর হবে এটি কালো। ঠিক একই রকম, তবে কম্প্রিহেংশানের উত্তরটি মন গড়া হবেনা। সেটা প্যসেজ থেকে বের করতে হবে। এভাবে ছোট ছোট কো-রিলেট করে বাচ্চাদের অপেক্ষাকৃত কঠিন বিষয় গুলোতে প্রবেশ করানো যেতে পারে।

0 Comments